বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাণিজ্য সহায়তার এডিবি ও ডিবিবিএল’র মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর

বাণিজ্য সহায়তার এডিবি ও ডিবিবিএল’র মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশে বাণিজ্যে সহায়তা দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) বার্ষিক ১০ মিলিয়ন ডলার ঋণদানে বৃহস্পতিবার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এডিবি’র টিএফপি ২০০৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে স্থানীয় ১৩টি অংশীদার ব্যাংকের সঙ্গে কাজ করছে। এ পর্যন্ত এই কার্যক্রমের মাধ্যমে ১৯৮৩টি লেনদেন হয়েছে এবং বাংলাদেশে বাণিজ্য সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার। এতে খাদ্য, কৃষি সরঞ্জাম, পণ্য এবং শিল্প যন্ত্রপাতিসহ ব্যাপক খাতের ৯৬৬ এসএমই উদ্যোক্তা লাভবান হয়েছে।

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে টিএফপি’র রিলেশনশিপ ম্যানেজার সন্তোষ পোখরেল বলেছেন, ঋণ সুবিধা প্রদানে ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ায় আমরা আনন্দিত।

সন্তোষ বলেন, বাণিজ্য সহায়তার ডিবিবিএল’র জন্য এই চুক্তি বাড়তি অর্থের যোগান দেবে এবং আমরা আশা করি, এতে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) লাভবান হবে।

ডিবিবিএল’র সিইও আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘ডিবিবিএল ২০০৯ সাল থেকে টিএফপির অংশীদার এবং বাংলাদেশে বাণিজ্য উন্নয়নে এডিবি’র অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত