শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালী উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

কাউখালী উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

কাউখালী উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

কাউখালী (পিরোজপুর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

উদ্বোধন শেষে দোয়া-মোনাজত করেন উপজেলা পরিষদের মুয়াজ্জিন মাওলানা মোঃ আবুবকর। পরে কাউখালী সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামে নতুন পল্লীবিদ্যুৎ লাইনের উদ্বোধণ করেন।

এর আগে কাউখালী-নৈকাঠী সওজ মোবাইল টাওয়ার টু ঝালকাঠী বর্ডার (গুয়াটন বাজার) ভায়া বদরপুর জিপিএস, বৌলাকান্দা জিপিএস এন্ড কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সড়ক পুনঃনির্মান কাজের উদ্বোধন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কাউখালী সদর ইউনিয়নে স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী সওজ সড়কের বাশুরী বেইলী ব্রিজের এপ্রোচের ভাংগন রক্ষাপ্রদ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসয়ম উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা মহিলা ভাইস ফাতেমা ইসমিন পপি, কাউখালী থানা অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, চেয়ারম্যান মাহমুদ খান খোকন।

আরও উপস্থিত ছিলেন- চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, কেন্দ্রীয় জেপি নেতা রাজু তালকুদার, জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদসহ আরও অনেকে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত