![লালপুরে ৩ দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/lalpurupazila_127467.jpg)
লালপুর (নাটোর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলার আজ শনিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন করা হয়। প্রাকীর্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ও লালপুর পাবলিক লাইব্রেরীর আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বই মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপশি প্রতিদিন গান পরিবেশনা, কবিতা আবৃত্তি, চিত্র অঙ্কন প্রতিযোগীতা. মুক্তিযুদ্ধের গল্প ও নাটক প্রদর্শন করা হবে।
মেলা উদযাপন কমিটির সভাপতি ও চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক