![লালপুরে সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/24/picture-lalpur-(natore)-24._127468.jpg)
লালপুর (নাটোর), ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান আজ শনিবার রাতে মিল চত্বরে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সুগার মিলের ডিজিএম-ইক্ষু (সম্প্রসারন) এস এম জাকির হোসেন।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে স্বপন কুমার পাল সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে ও নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি গোলাম কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, সুগার মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আবু বক্কর, মহাব্যবস্থাপক (প্রশাসন) রাকিবুল ইসলাম খান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল্লাহ, নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, মতিউর রহমান মতি, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এমরান আলী, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ওমর আলী প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক