![ইসলামাবাদের রাজঘাট বনে অজ্ঞাত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/lash-uddhar-abn_127491.jpg)
ঈদগাঁও (কক্সবাজার ) , ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজার সদরের ইসলামাবাদের রাজঘাট বনে পড়ে থাকা লাশটি একদিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থানীয় মেম্বার সিরাজ জানান, গতকাল শনিবার রাতে বিভিন্ন সুত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশের আইসি মিনহাজ মাহমুদ ভূইয়ার নেতৃত্বে পুলিশ দল রবিবার সকাল ৯ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন রাজঘাট বনবিটের আওতাভূক্ত বামঝিরি চাইল্লাতলি নামক বনের ভেতর থেকে পড়ে থাকাবস্থায় ৫০ উর্ধ বয়সি পরিচয়হীন লাশটি উদ্ধার করে। লাশের শরীরের উপরাংশে শার্ট থাকলেও নিম্নাংশে কিছু ছিলনা। তাদের ধারণা হাতির আক্রমণে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলে যাওয়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক মিনহাজ মাহমুদ ভূইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমুখে শোনা যাচ্ছে, মৃত লোকটিকে বিভিন্ন সময় ইসলামপুর নতুন অফিস বাজারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে দেখেছেন লোকজন।তবে সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবিএন/আনোয়ার হোছাইন/জসিম/নির্ঝর