বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে ট্রাক স্ট্যান্ড স্থানান্তরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
নির্মাণ কাজ উদ্বোধনের একদিন পরেই

ঝালকাঠিতে ট্রাক স্ট্যান্ড স্থানান্তরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

ঝালকাঠিতে ট্রাক স্ট্যান্ড স্থানান্তরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

ঝালকাঠি, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠিতে জনস্বার্থে ও স্থানীয় ব্যবসায়ী কল্যানার্থে স্থাপিত ট্রাক ষ্টান্ডের কাজ উদ্বোধনের ২৪ ঘণ্টা মধ্যে তা বন্ধ ও স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে গুরুধাম এলাকার একটি মহল। শুক্রবার সকাল ৯ টায় পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার পৌর কাউন্সিলর ও এলাকাবাসীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ট্র্যাক স্ট্যান্ড নির্মাণ কাজ শুরুর পরের দিন শনিবার সকালে উক্ত মহলটি পথচলায় ঝূকি ও পরিবেশ দূষনের অভিযোগে স্থান পরিবর্তনের দাবী তুলেছে।

অন্যদিকে ট্রাক স্ট্যান্ডটি অপসারনের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন আয়োজন করা হলেও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দাবী, ৭/৮জনের একটি ভূমিলোভী চক্র সওজ বিভাগের উক্ত জমি আত্মসাত প্রচেষ্টায় লিপ্ত হলেও তাদের স্বার্থের ব্যাঘাত ঘটায় এচক্র নেপথ্য থেকে ইন্ধন দিয়ে ও কতিপয় এলাকাবাসীকে ভূল বুঝিয়ে এ কর্মসূচীতে উপস্থিত করিয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণকাঠি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ মজিদ হাওলাদার, প্রবীণ বাসিন্ধা আঃ হামেদ খান, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, ব্যবসায়ী মজিবর রহমান, স্থানীয় যুবলীগ নেতা মাইনুল ইসলাম, মিজানসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পৗর শহরের গুরুত্বপূর্ণ এই আবাসিক এলাকায় অসংখ্য পরিবারের বসবাসসহ রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস। তাই এই এলাকায় ট্র্যাক স্ট্যান্ড স্থাপন করা হলে প্রতিদিন অসংখ্য শিশু-কিশোর, শিক্ষার্থী ও এলাকাবাসীকে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথ চলতে হবে। সেই সাথে শব্দ দূষণ, অস্বাস্থকর পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিগ্নিত হবে। তাই এলাকাবাসীর স্বার্থে ও পরিবেশ রক্ষায় দ্রুত ট্র্যাক স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদার জানায়, জায়গাটি সড়ক বিভাগের মালিকানাধীন হলেও স্থানীয় ৭/৮জন ভূমিলোভী চক্র উক্ত সম্পত্তি আত্মসাৎ করতে একটি মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। পৌর কর্তৃপক্ষ শিল্পমন্ত্রীর পরামর্শে ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার কাছ থেকে অনুমতি নিয়ে জনস্বার্থে সাময়িক ভাবে এ ট্রাকষ্টান্ড নির্মান করা হয়েছে। যে কারনে উক্ত চক্রটির স্বার্থক্ষুন্ন হওয়ায় প্রতিবাদ বা মানববন্ধনের নামে এসব অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯ টায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি রোড এলাকায় সওজ বিভাগের মালিকানাধীন পরিত্যক্ত বালুর মাঠে ট্রাক স্ট্যান্ড নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় প্যানেল মেয়র হুমায়ুন কবীর, তাসলিমা বেগম, কাউন্সিলর রেজাউল করীম জাকির, হাফিজ আল মাহমুদ, দুলাল হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া প্রতি বছর ইদুল আজহার পূর্বে উক্ত জায়গায় পৌরসভার অধীনে গরুর হাট হিসাবে ব্যবহার করে আসছিল।

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ নাবিল হোসেন জানান, নির্মিতব্য ট্রাক স্ট্যান্ডের জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের অথচ আমাদের অনুমতি না নিয়ে ট্রাক স্ট্যান্ড নির্মানের সংবাদ পেয়ে মামলার প্রস্তুতি নিয়ে ছিলাম।

তবে মন্ত্রী মহোদয়ের অনুমতিতে একাজ করার কথা জানতে পেরে আপাতত মামলা করা হচ্ছেনা। তবে আমরা সার্ভেয়ার দিয়ে সড়ক ও জনপদ বিভাগের কতটুকু জমি আছে তা নির্ধারণ করে সীমানা পিলার দেয়ার প্রস্তুতি নিয়েছি।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত