![নরসিংদীতে এক রাতে দুই অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/2-lash-uddahar_127508.jpg)
নরসিংদী, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদী সদর উপজেলার দগরিয়া ও পৌর শহরের শালিধা থেকে এক অজ্ঞাত নারী এবং অপর অজ্ঞাত অটোরিক্সা চালকসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত অটোরিক্সা চালকের (৪২) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় অটোরিক্সা ছিনতাইয়ের উদ্যেশ্যে চালকের গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দূর্বৃত্তরা। এসময় অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় মানুষের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সাটি পার্শবর্তী মাদ্রসার কাছে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে পাশের একটি ধান ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এর আগে গতরাতে পৌর শহরের শালিধা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গতরাতে পৃথক দুটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে। আমরা মুল কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছি। লাশ দুটো উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর