
জামালপুর, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে বোমা হামলার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় অভিযোগ দায়ের করেছেন-মসজিদের ইমাম আসাদুজ্জামান রাজিব। জঙ্গী হামলার অংশ হিসেবে বোমা হামলা হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরনের আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর