![মেলান্দহ নিসচার কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/melandaha-nischa_127513.jpg)
জামালপুর, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মেলান্দহ শাখার কমিটি গঠন হয়েছে। নিসচার প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শামীম আলম দ্বীপেন স্বক্ষরিত ২০১৮-১৯ বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে এডভোকেট ফকির মজনু শাহ্ এবং জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি মোজাম্মেল হক মাস্টার, প্রভাষক খলিলুর রহমান, ইসমাইল হোসেন মোহন মাস্টার, সহসাধারণ সম্পাদক সুমন মাহাবুব, শাহিন আলম, রাজু আহম্মেদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক জিহাদ আম্মেদ কবির মিয়া, অর্থ সম্পাদক আব্দুল মান্নান বিএসসি মাসুদ মাস্টার, প্রচার সম্পাদক বাবুল হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেনসহ ৩৯ সদস্যের কমিটি অনুমোদিত হয়।
এবিএন/মো: শাহ্ জামাল /জসিম/নির্ঝর