শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোটদিন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোটদিন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোটদিন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফল (পটুয়াখালী), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের সময়ই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। আজ রবিবার সকাল ১১ঘটিকার সময় বাউফল থানার নতুন ভবন শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্যে এ কথা বলেন।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি, মোঃ শফিকুল ইসলাম ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ ,বাংলাদেশ বিজেবি মহাপরিচালক পটুয়াখালীর জেলার কৃতিসন্ত্রান মেজর জেনারেল মো. আবুল হোসেন ।

আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ড.মাসুমুর রহমান, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহামান সহ প্রমুখ ।

এসময় অতিরিক্ত ডিআইজি সহ পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক,শিক্ষক,আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সহ সুধীজন উপস্থিত ছিলেন ।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত