![পাঁচবিবিতে বিজিবি কর্তৃক ফেন্সিডিল ও শাড়ি উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/abnews-24.bbbbb_127528.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে ৯শ বোতল ফেন্সিডিল ও ১২৫ পিচ শাড়ি উদ্ধার করেছে বিজিবি। কয়া ক্যাম্পের নায়েক ছামছুল ইসলাম জানায় গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভূঁইডোবা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অভ্যান্তরে প্রবেশের সময় চোরাকারবারীদেরকে বিজিবি ধাওয়া করে।
তখন চোরাকারবারীরা তাদের কাছে থাকা বস্তাগুলি ফেলে পালিয়ে যায়। বস্তাগুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসে ভিতর থেকে ৯শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপর অভিযানে রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৫ পিচ শাড়ি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা