![সদরপুরে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/abnews-24.bbbbbb_127530.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ দরবার হল সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ে গ্রাম পুলিশদের মাঝে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন,ফরিদপুর জেলা ডিএফ আমিরুল ইসলাম খান, সদরপুর উপজেলা সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান খান। অনুষ্ঠানে সদরপুর উপজেলার ঢেউখালী-১০ ও চরনাসিরপুর ইউনিয়নের ৮জন মোট ১৮ গ্রাম পুলিশ অংশ গ্রহন করে।
অংশগ্রহনকারীদের মৌলিক ধারনা বিষয়ে সমঝোতা মূলক বিচার,গ্রাম আদালতের এখতিয়ার,ক্ষমতা বিচার যোগ্য মামলা ও সমন জারি,গ্রাম আদালত গঠন (ধারা-৫),সাক্ষী কে সমন দেয়া(ধারা-১০),গ্রাম আদালতের অধিবেশন বিধি-১২,প্রাক বিচার(ধারা-৬) এর খ,সিদ্ধান্ত চুড়ান্ত ও আপিল(ধারা-৮),আদালতের উপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন সর্ম্পকে অবহিত করা হয়।
জানাযায়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/ সাব্বির হাসান/জসিম/তোহা