![কাউখালীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/abnews-24.bbbbbbbb_127535.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ রবিবার সকালে সরকারি বালক বিদ্যালর চত্বরে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত এই স্লোগান কে সামনে রেখে কাউখালী উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা একই সাথে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদারের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার আবদুল সালামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। মেলায় ২টি কলেজ ও ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ষ্টল প্রদর্শন করে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা