![আ.লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ করলে রাস্তায় নেমে আসার নির্দেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/lalmonirhat-mp_127536.jpg)
লালমনিরহাট, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো দিন বাস্তবায়ন হবে না। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। গল্প বানিয়ে পত্রিকায় লেখা হচ্ছে। যারা এসব করছে তারা রাজাকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় পাটগ্রাম সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুল সাংবাদিকদের হুশিয়ারি দিয়ে নেতা-কর্মীদের উদ্দ্যেশে বলেন, আজকের পর থেকে কোনো আওয়ামীলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংবাদিক মিথ্যা নিউজ করলে কারো ঘোষানার অপেক্ষা না থেকে রাস্তা নেমে আসবেন।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নাজু’র সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান সফিক কামাল টারজন, পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুনম চন্দ্র রায়, পাটগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান নিলু।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর