বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

দুর্গাপুরে পাদুকা উৎসব পালিত

দুর্গাপুরে পাদুকা উৎসব পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে সাধুপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে আজ রবিবার দিনব্যাপি প্রতি বছরের ন্যায় লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে প্রভাতে পুজা অর্চ্চনা, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ, প্রদীপ প্রজ্জলন শেষে প্রসাদ বিতরনের মাধ্যমে দেশেন মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বিকেলে মন্দির কমিটির সভাপতি প্রদীপ দাস এর সভাপতিত্বে লোকনাথ ব্রহ্মচারী’র জীবনীর উপর আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন কমিটি আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা, কাউন্সিলর মোঃ নুরুল আকরাম খান, বানী চক্রবর্তী, কমলেশ চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিল্পীবৃন্দের অংশগ্রহনে এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত