বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে লাইব্রেরীতে নিষিদ্ধ নোট গাইড বই বিক্রির হিড়িক

সিরাজগঞ্জে লাইব্রেরীতে নিষিদ্ধ নোট গাইড বই বিক্রির হিড়িক

সিরাজগঞ্জে লাইব্রেরীতে নিষিদ্ধ নোট গাইড বই বিক্রির হিড়িক

সিরাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের তাড়াশে লাইব্রেরীগুলোতে নিষিদ্ধ নোট গাইড বই বিক্রির এখন হিড়িক পড়েছে। এতে লাইব্রেরীর মালিকগণ হাতিয়ে নিচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা। তাড়াশ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সহযোগীতায় শিক্ষার্থীদের বাধ্য করছে নিষিদ্ধ নোট গাইড বই কিনতে।

এ কারনে মেধা শুন্য হয়ে পরছে তাড়াশের শিক্ষা ব্যবস্থা। জানা গেছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট গাইড বই বিক্রয় ও বাজার জাতকরণ সরকার সম্পূর্নভাবে নিষিদ্ধ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী নজরদারীর অভাবে লাইব্রেরীগুলোর মালিকগণ এ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ নোট গাইড বইয়ের জমজমাট ব্যবসা। আর এসব নোট গাইড বই নিতে শিক্ষার্থীদের হাতে লিষ্ট ধরে দিয়ে কিনতে বাধ্য করছে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকগণ।

এতে নিম্নমানের নোট গাইড বই কিনে প্রতারিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকরা। উপজেলায় মাধ্যমিক পর্যায় ৩৪টি বিদ্যালয়ে ১৩হাজার ৬০জন, ২০ টি দাখিল মাদ্রাসায় ১৮শ এবং ১৩২টি প্রাথমিকের ২৫হাজার ৮’শ ২৪ জন (১ম-৫ম) অধিকাংশ শিক্ষার্থীদের কিনতে হচ্ছে এই অবৈধ নোট গাইড বই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহকারী শিক্ষক বলেন, বিশেষ করে অন্তরা ও স্টুডেন্ট লাইব্রেরীর মালিকগন টাকার বিনিময়ে ম্যানেজ করে নিম্নমানের এসব নোট ও গাইড বই পড়াতে বাধ্য করছেন। এ ব্যাপারে অন্তরা লাইব্রেরীর মালিক মহন্ত কুমার মহর বলেন, নোট গাইড বই বিক্রি নিষিদ্ধ থাকলেও, সবাই বেচে তাই আমিও বিক্রি করে থাকি।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম বলেন, এ বিষয়ে শিঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত