![ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/kurigram_127543.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী আটক হয়েছে। আজ রবিবার দুপুরে ফুলবাড়ী থানার এসআই গোলজার হোসেন সহ পুলিশ সদস্যরা উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে ১০ বোতল মদসহ এক মাদক চোরাকারীকে আটক করেন। আটক চোরাকারবারী রাশেদুল ইসলাম শান্ত (২২) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-ফেরুষা বাড়াইতারী গ্রামের ছায়েদ আলীর ছেলে।
অন্য দিকে গতকাল শনিবার রাতে কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েক মানিক মিয়ার নেতৃত্বে টহলদল সীমান্তের ৯৪২ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা থেকে ০৯ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাদের(৩৭) নামের অপর এক চোরাকারবারীকে আটক করেন। সে উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত- আজাহার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী জানান, এঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা