![পেকুয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/abnews-24.bbbbbbbbbbbbb_127559.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় মো.তাওহীদুল ইসলাম (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আন্নর আলী পাড়া এলাকায় তিনি প্রবাসী মামুনুর রশিদের ছেলে।
নিহতের চাচা আনসার আলী জানান, শিশু তাওহীদ সকালে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে খেলতে গেলে একফাঁকে সে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা