শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

চকরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

চকরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

চকরিয়া (কক্সবাজার), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দুইদিন ব্যাপী মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ। এতে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া খাতুন চম্পা, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.ফৌরদৌসি আক্তার, ডুলাহাজার কলেজের অধ্যাপক সেন্টু কুমার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অংশগ্রহণে অনুষ্টিত বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত