![রংপুরের সাবেক মেয়র ঝন্টুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/pm-worried_127565.jpg)
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী রংপুর নগরীর উন্নয়নে ঝন্টুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু রংপুর তথা সারাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ঝন্টু আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ) হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
গত ৪ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি