
ডোমার (নীলফামারী), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারী ডোমারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দীন আহমেদ মিল্টন এর জানাযায় শেষ শ্রদ্ধা জানাতে দল,মত,নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে। আজ রবিবার সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাযে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও বিএনপি,জাতীয়পার্টি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক (অবঃ) খায়রুল আলম বাবুল, ডেপুটি এটনি জেনারেল এ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন , উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ময়নুল হক,পৌর জাতীয়পার্টির সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন,ডোমার মহিলা ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখি, জেলা যুবলীগের পক্ষে সভাপতি, সম্পাদক, ডিমলা, জলঢাকা ও ডোমার উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে তার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তার বয়স ছিল (৪৬) বছর। তিনি ছোটরাউতা সাহাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ২য় পুত্র ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মহিউদ্দিন আহম্মেদের ছোট ভাই। জীবিত অবস্থায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হিসাবে দায়ীত্ব পালন করছিলেন ।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা