![জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/hedayet-ullah-abn_127576.jpg)
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হেদায়েত উল্লাহ আল মামুন এর ২০১৭ সালের ৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান।
এর আগে, ২০১৬ সালের ২৯ ডিসেম্বর অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন তিনি। ২০১৪ সালে পরিকল্পনা কমিশনের সদস্য থাকাবস্থায় তিনি জৈষ্ঠ্য সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়েও বিভিন্ন মেয়াদে সচিবের দায়িত্বে ছিলেন।
এবিএন/জনি/জসিম/জেডি