
কিশোরগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৬ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে করিমগঞ্জ, নান্দাইল ও নেত্রকোণা জেলা থেকে চোরদেরকে গ্রেফতার করে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের সিংগুয়া গ্রামের আ. রহিমের ছেলে জয়নাল মিয়া (৪৪), পৌরসভার পূর্ব নয়াকান্দি এলাকার মৃত পল্টু মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩৬) ও মো. রতন মিয়া (২৮), একই গ্রামের মৃত আ. আশিদের ছেলে মো. তাজুল ইসলাম (২০), চরপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. সালেক মিয়া (৫৫) ও নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. মাঈনুল মিয়া (৩০)।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুশামা মো. ইকবাল হায়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে ।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা