বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালীগঞ্জে দিনব্যাপী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ
হাইওয়ে থানার আয়োজনে

কালীগঞ্জে দিনব্যাপী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ

কালীগঞ্জে দিনব্যাপী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ

ঝিনাইদহ, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৩শ ড্রাইভার ও হেলপারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বারবাজার হাইওয়ে থানার আয়োজনে আজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ প্রশিক্ষণে বাস,ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরণের যানবাহনের সাড়ে ৩শ ড্রাইভার ও হেলপাররা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন, যশোর বিআরটিএ’র মটরযান পরিদর্শন হুমায়ন কবির, পরিবহন মালিক আজিজুর রহমান তপন, বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত