বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উখিয়ায় রোহিঙ্গাদের কথা শুনলেন নোবেলজয়ী তিন নারী

উখিয়ায় রোহিঙ্গাদের কথা শুনলেন নোবেলজয়ী তিন নারী

উখিয়ায় রোহিঙ্গাদের কথা শুনলেন নোবেলজয়ী তিন নারী

কক্সবাজার, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং কক্সবাজার শারণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (থ্রিআরসি) সঙ্গে বৈঠক করেছেন নোবেলজয়ী ৩ নারী।

আজ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন এবং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নির্যাতিত কিছু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনে আসা নোবেলজয়ী ৩ নারী হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান এবং যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

এরপর কুতুপালংয়ের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মিয়ানমারে ধর্ষণের স্বীকার ৫ জন রোহিঙ্গা নারীর সঙ্গেও তারা কথা বলেন এবং ওই ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন। এ সময় ‘নারীপক্ষ’ এনজিওর কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আজ রবিববার বিকেল সাড়ে ৩টার দিকে নোবেলজয়ী নারী উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন। এসময় ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত কিছু রোহিঙ্গাদের সাথে কিছুক্ষণ কথা বলেন এবং পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুরছড়া নামক এলাকা পরিদর্শন করেছেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ ৩ নোবেলজয়ী নারী কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে কক্সবাজার শারণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (থ্রিআরসি) আবুল কালামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়েছে।

নোবেলজয়ী ৩ নারী এ মুহূর্তে গণমাধ্যমে এড়িয়ে চলছেন। তবে ২৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

এর আগে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সংহত করতে শান্তিতে নোবেলজয়ী এই ৩ নারী ঢাকার ‘নারীপক্ষ’ নামক সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সফরে আসেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তারা। আগামীকাল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তাদের।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নোবেল বিজয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন।

এবিএন/মুুহিববুল্লাহ মুহিব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত