শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল ও লেগুনাসহ গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল ও লেগুনাসহ গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিদ্ধিরগঞ্জে ১৮০ বোতল ফেন্সিডিল ও মাদক পাচারে ব্যবহৃত একটি লেগুনা (কুমিল্লা-ছ-১১-০১৫৩)সহ জহিরুল ইসলাম (১৯) ও সোহাগ (২০) নামে মাদক পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ রবিবার ভোর সোয়া ৬টায় উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পূর্ব পাইনাদী এলাকার চান্দুর বাড়ীতে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল, লেগুনা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট বকুল (৩০) ও তার স্ত্রী রিতা (২৬) পালিয়ে যায়।

ধৃতরা হলো- কুমিল্লা জেলার ব্রাম্মনপাড়া থানার দক্ষিন তেতাভুমি এলাকার সাইদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ও মৃত আব্দুর রশিদের ছেলে সোহাগ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে একটি লেগুনা যোগে মাদকের বড় একটি চালান সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদী এলাকায় আসছে।

পরে উপ-পরিদর্শক আবু বক্কর সঙ্গীয় ফোর্স ভোরে অভিযান চালিয়ে ওই লেগুনায় সুকৌশলে রক্ষিত ১৮০ বোতল ফেন্সিডিল, মাদক পাচার কাজে ব্যবহৃত লেগুনাসহ পাচারকারী ২জনকে আটক করা হলেও এসব ফেন্সিডিলের মালিক দ্বয় পালিয়ে যায়ে।

এ ঘটনায় ধৃত দুইজন ও পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/সোহেল রানা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত