![কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বেকুতে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/fire_abnews_127617.jpg)
টাঙ্গাইল, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বেকুতে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান ও জি আর সারোয়ার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, ঢাকা-টাঙ্গাইলে কালিহাতীর বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী ব্রীজের পশ্চিম পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রীর অপরাধে এই বেকু পোড়ানো হয়েছে।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি