![কুয়াকাটায় দু’দল জেলের মধ্যে সংঘর্ষে আহত ৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/25/injured_abnews_127619.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ রবিবার ভোর রাতে কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে দু’দল জেলের মধ্যে জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাত জেলে আহত হয়েছে।
গুরুতর আহতরা হলেন- ইলিয়াস, আলিম সিকদার, মিজানুর রহমান, রিয়াজ খলিফা, রুবেল এদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটনা ঘটে।
এফবি জিদান ট্রলার মালিক শাহজাহান মিয়া জানান, সাত জন জেলে নিয়ে তার ট্রলারটি এক সপ্তাহ আগে সাগরে মাছ শিকারে যায়। আজ রবিবার ভোর রাতে দুটি ট্রলারের ২০-২৫ জন তাদের ট্রলারে হামলা চালিয়ে অন্তত ১০ মন ইলিশ, ৬টি জাল এবং ৭টি নোঙ্গর লুট করে নেয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। যারা মারামারি করেছে তাদের সকলের নাম পাওয়া গেছে।
এবিএন/তুষার হালদার/জসিম/এমসি