শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিলা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ভোলায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিলা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ভোলায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিলা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ভোলা, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলায় জেলা পরিষদ মহিলা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগীতার শহরের ১০টি বালিকা বিদ্যালয় এতে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা।

এ সময় জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক লিপিয়া খামন, যুগ্ম সম্পাদক খাদিজা আকতার স্বপ্না, ফজিলাতুন্নেছা মুজিব বিকুসহ সভাপতি শাহিন আফসার, অধ্যক্ষ শাফিয়া খাতুন, রেহানা ফেরদৌস, মুসরিন জাহান আক্তার, ভোলা প্রেসক্লাব সাবেক সম্পাদক সামস উল আলম মিঠু।

প্রথম দিনে ব্যাডমিন্টন এবং কাবাডি প্রতিযোগীতায় নলিনি দাস মাধ্যমিক বিদ্যালয়, ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজ, মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত