![সিলেটে পাথর তুলতে গিয়ে ৪ শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/sehlet_127635.jpg)
সিলেট, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে রাতের আঁধারে অবৈধভাবে পাথর উত্তোলনকালে মাটিচাপায় ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত সুনামগঞ্জের উপজেলার মুরাদপুর গ্রামের মতিউর রহমান (৩০) ও রুহুল মিয়া (২২)। বাকি দুজনের নাম জানা যায়নি।
আজ সোমবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে মাটি ধসে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। রাতে ওই দুজন এবং সোমবার সকার সাড়ে ১০টার দিকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া দুর্ঘটনার পরপর আহত সুনামগঞ্জের মলিকপুরের রকিবুল, ফিরোজ আলী ও রুহেলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং কোয়ারির লেবার সর্দার আবদুর রউফকে (৫০) আটক করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ