শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ২০ শিক্ষার্থী

শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ২০ শিক্ষার্থী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাক-আগরতলা সড়কের আখাউড়া মসজিদ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রী কলেজের শিক্ষা সফরের একটি বাস সিলেটের শ্রীমঙ্গলে যাওয়ার পথে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে আখাউড়া মসজিদ পাড়া এলাকায় খাদে পড়ে যায়।

গোপীনাথপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম রেজা বলেন, বাসে ছাত্রছাত্রীসহ ৭০জন ছিল। দূর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আকাশ এন্টারপ্রাইজের মালিক সুমন জানান, সড়কে ট্রাক্টরের মাটি পড়ে ছিল। বৃষ্টি হওয়ায় ওই মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। বাসটির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ছাত্রছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাদেরকে উদ্ধার করি।

আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/ হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত