বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে কর্মীসভা

প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে কর্মীসভা

খুলনা, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগামী ৩ মার্চ খুলনা আগমন উপলক্ষে খুলনা জেলা ও মহানগরের প্রতিটি থানা ওয়ার্ডে চলছে জোর প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার খুলনা মহানগরের অন্তর্গত ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য জননেতা জনাব এস এম কামাল হোসেন।

এস এম কামাল হোসেন বলেন, দক্ষিণ বঙ্গের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা এক পরম বন্ধু। এই অঞ্চলকে তিনি তার নিজ এলাকা মনে করে সব দায়-দায়িত্ব নিজে পালন করেন। সেই কারণে আগামী ৩ মার্চের জনসভাকে ইতিহাসের শ্রেষ্ঠ জনসভা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

তিনি নারী কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশেষ করে নারী জাগরণে মাননীয় প্রধানমন্ত্রী যে সব উন্নয়ন করেছেন তা এই দেশে আর কেউ করেনি। সুতরাং আগামী তিন তারিখের সার্কিট হাউজের জনসভা হবে মা বোনদের এক গণজোয়ার। নারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে মাঠে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মী সভায় সভাপতিত্ব করেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব খুরশেদ আহমেদ মনি এবং সভা পরিচালনা করেন জিয়াউল আলম খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সানাউল্লাহ নান্নু, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর জনাব খুরশিদ আহমেদ টোনা, মহিলা কমিশনার পারভিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে খালজাহান আলি থানা আওয়ামী লীগের উদ্যোগে আরও একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- এস এম কামাল হোসেন, জননেতা তালুকদার আব্দুল খালেক, বেগ লিয়াকত হোসেন, নুর ইসলাম বন্দ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান এবং ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আকরাম হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলি, যুবলীগ নেতা এম তাজুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলি থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। সভাটি পরিচালনা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত