শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

ঝিনাইদহ, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহে বাস চাপায় জুলফিকার আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত ও শাকিল হোসেন (২২) নামে আরেকজন কারারক্ষী আহত হয়েছেন।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা করাগারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলীর বাড়ি যশোরের মণিরাপুরে এবং আহত শাকিলের বাড়ির নড়াইলের লোহাগাড়ায়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে জুলফিকার ও শাকিল মোটর সাইকেলে করে জেলা করাগারের সামনে আসেন। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে জুলফিকার ও শাকিল গুরুতর আহত হয়।

আহত অবস্থায় জেলা কারাগারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুলফিকারকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শাকিল।

এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত