![ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/b.baria_abnews24_127649.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পিকনিকের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, সকালে কসবা উপজেলার গোপিনাথপুরের শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা একটি বাসে মৌলভিবাজারের লাউয়ারছড়ায় পিকনিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২০ শিক্ষার্থী আহত হন।
দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় বলেও জানান তিনি।
এবিএন/সাদিক/জসিম/এসএ