শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নওয়াপাড়া জেজেআই’র সিবিএ নির্বাচন

নওয়াপাড়া জেজেআই’র সিবিএ নির্বাচন

অভয়নগর (যশোর) , ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওয়াপাড়া রাজঘাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাট কল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) নির্বাচন জমে উঠতে শুরু করেছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সম্পর্কে শুরু ও শিষ্যে।

আগামি ২৮ ফেব্রুয়ারি বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুটি শ্রমিক সংগঠন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রেজিঃ নং ১৭৫৮ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং রেজি নং ২৭ জেজেআই শ্রমিক ইউনিয়ন। যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেজেআই মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নু শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে সাইকেল প্রতিক নিয়ে এবং বর্তমান জেজেআই মিলের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মল্লিক শ্রমিক ইউনিয়নের ব্যানারে ছাতা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষনে নানা প্রতিশ্রুতি। প্রতিদিন চলছে সভা সমাবেশ। তৈরী করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। জয়ের ব্যাপরে দুই প্রার্থীই আশাবাদী। জেজেআই মিলের ভোটারদের সাথে আলাপকালে জানাযায়, এবারের সিবিএ নির্বাচনে লড়াই হচ্ছে গুরু ও শিষ্যের। গুরু হচ্ছেন এস এস কামরুজ্জামান চুন্নু আর শিষ্যে হচ্ছেন হারুন আর রশিদ মল্লিক। নির্বাচন পরিচালনা করবেন খুলনার শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত