![ইসলামপুরের ব্যবসায়ী সেলিমের মৃত্যুর কারণ এখনো ধোঁয়াশা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/coxbazar-eidgah@abnews_127656.jpg)
ঈদগাঁও (কক্সবাজার ) , ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজার সদরের ইসলামপুরের তরুণ ব্যবসায়ী সেলিম উল্লাহর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন তারই ছোট ভাই। তবে মৃত্যুর কারণ সঠিক বলতে পারছেনা স্বজনরা। খুন না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা । ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সেলিমের ছোট ভাই মুসলিম উদ্দিন জানান, তার বড় ভাই সেলিম উল্লাহ দীর্ঘ দিন ধরে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্যের সুবাদে যাতায়াত করত। রবিবার ২৫ ফেব্রয়ারি বিকালে হঠাৎ তারা সংবাদ পান তার ভাইকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।পরে সন্ধ্যার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সংবাদে তারা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে ছুটে যান এবং গিয়ে জানেন, সেলিমের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পরিবারের সদস্যদের ইচ্ছা ও প্রশাসনের দায়ীত্বের ভিত্তিতে সোমবার ময়না তদন্ত সম্পন্ন করা হবে বলে জানান ভাই। মৃত ঘোষনার পরপরই থানা পুলিশের একটি দল উদ্ধারস্থল হোটেল তথা কটেজে পরিদর্শন পূর্বক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল সংশ্লিষ্ট একাধিক জনকে পুলিশ হেফাজতে নেয় বলে জানান সেলিমের ছোট ভাই। সেলিম ৫ সন্তানের জনক এবং সে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী নতুন অফিস খেলার মাঠ সংলগ্ন মরহুম শফিউল আলমের ছেলে।
সে বিগত কয়েক বছর পূর্ব থেকে পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দুয়ার নামক গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। এ উদীয়মান ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে সকলের একটিই দাবি, সেলিম কি ঠান্ডা মাথায় খুনের শিকার, না স্বাভাবিক মৃত্যু শিকার ? এ ক্লু বের করতে প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা কামনা করছেন।
এবিএন/আনোয়ার হোছাইন/জসিম/নির্ঝর