![কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/comilla_abnews24_127662.jpg)
কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার লাকসামে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার পৌনে ৯টার দিকে নোয়াখালীগামী একটি ডেমু ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক হৃদয় মিয়া (৩০) লাকসামের বেতিহাটি গ্রামে ভাড়ায় থাকতেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজ আহমেদ বলেন, সকালে রিকশা নিয়ে অরক্ষিত লাকসাম লেভেল ক্রসিং পার হচ্ছিলেন হৃদয় মিয়া। এ সময় ডেমু ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এবিএন/সাদিক/জসিম/এসএ