বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২৫

গোদাগাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২৫

গোদাগাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২৫

গোদাগাড়ী, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান গোদাগাড়ী ৩১ শয্য বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তৌফিকুর রহমান এবং তাদের দ্রুত রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। তারা হলেন বাইপাস এলাকার শুকুলির ছেলে ফারুক (২০) ও চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগন্ঞ্জ উপজেলার আজাহারের ছেলে জামিলুর রহমান (৪৫)।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ীর রেলগেট বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন বিষটি নিশ্চিত করে বলেন,আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীর গামী গেটলক বেঙ্গল ট্রাভেলস (রাজ মেট্রো জ ১১-০০২৩)রাজশাহী থেকে ছেড়ে আসা লোকাল গাড়ী হয. শাহজালাল পরিবহন নামের (ঢাকা মেট্রো জ ০৪-০৭৫২) এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার,শিশু,পরীক্ষার্থীসহ ২৫ জন যাত্রী আহত। আহতদের ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে ।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত