শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৮

নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৮

নারায়ণগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ও লরির সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার ত্রিবর্দী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঢাকার সায়েদাবাদ থেকে ডিসিএম পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ত্রিবর্দী এলাকায় একটি লরি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা ২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিক্যালে ৪ জন এবং সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ শিশু ও ২ নারী রয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত