মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

ভোলায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত

ভোলা, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলায় জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে ভোলা টাউন কমেটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. নাসিরউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ভোলার সভাপতি হোসনেয়ারা (চিনু)র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার পরিচালক মো: মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় পরিচালক মো: আবু সাঈদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ও শিক্ষকসহ অভিবাবকবৃন্দ।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাটক প্রদর্শন করা হয়।

এসময় বক্তারা বলেন, আজ তোমরা ছাত্র ছাত্রী কাল তোমরা দেশের হাল ধরবে। তোমাদের সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দুর্নীতি থাকবে না। তোমাদের বাবা মা আত্মীয় স্বজন বা আশপাশের কেউ যদি দুর্নিতির সাথে যুক্ত থাকে তবে তাকে তোমরা লজ্বা দাও দেখবে সে একসময় সঠিক পথে ফিরে আসবে।

পরে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদেরসহ আগত সকলকে শপথ বাক্য পাঠ করান দুর্নীতিদমন কমিশনের পরিচালক এবং ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) সততা স্টল পরিদর্শন করেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত