![পাঁচবিবি উচাই কৃষি কলেজের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/pachbibi-college_127684.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) , ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উচাই কৃষি কলেজের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই কৃষি কলেজের একাডেমীক ভবনরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ,কে,এম হেদায়েতুল ইসলাম, কলেজের অধ্যক্ষ রোস্তম আলী, ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চেীধুরী আবু, উচাই বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেনন্দ্রনাথ সরকার প্রমুখ।
কলেজের নিজেস্ব তহাবিল থেকে ৩ তলা ভবনটি নির্মান করা হবে বলে অধ্যক্ষ রোস্তম আলী জানান।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর