কয়রা (খুলনা), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিইয়াডের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদের পরিচালনায় বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এড. শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ অদৃশ আদিত্য মন্ডল, ডঃ চয়ন কুমার মন্ডল, মাওলানা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, শিক্ষার্থী রওশন জেবিন তৃষা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মৎস্য অফিসার মোঃ আলাউদ্দিন, জনস্বাসাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, পল্লী উন্নয়ন অফিসার মোঃ বাহাউল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইদ্রিস আলী, অধ্যক্ষ আলহাজ মোস্তফা আব্দুল মালেক, আলহাজ ইউনুছ আলী,
প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, হুমায়ুন কবির, সুজিৎ কুমার রায় সহ শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। বক্তারা বর্তমান সরকারের বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে বিজ্ঞানের প্রসার ও প্রয়োগে শিক্ষার্থীদের আরো মনযোগি হওয়ার পাশাপাশি বিজ্ঞান চর্চার মাধ্যমে নুতন নুতন কলাকৌশল আবিস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা