![রাণীনগরে গ্রাম পুলিশের সাথে পুলিশ সুপারের মত বিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbb_127701.jpg)
রাণীনগর (নওগাঁ), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশদের সাথে নওগাঁ জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় রাণীনগর থানা চত্বরে রাণীনগর থানাপুলিশের আয়োজনে এবং থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন।
অন্যদের বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, নওগাঁ কালীতলা পুলিশ ফাঁরির ইনচার্জ ইন্সপেক্টর সারোয়ার হোসেন। মত বিনিময় সভায় উপজেলার ৮ টি ইউনিয়নের গ্রাম পুলিশরা উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য শ্রবণ করেন এবং বক্তব্যে অংশ নেন।
সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ দমন, রাজাকার-আলবদরদের প্রতিহত করা এবং পরিবেশ দূষণরোধ ও সমাজের বিভিন্ন কল্যানকর কাজ সহ নানা বিষয় প্রাধান্য পায়।
এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা