বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত, চালক আটক

সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত, চালক আটক

সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত, চালক আটক

সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকা এলাকায় ট্রাক চাপায় মুক্তি খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত শিশু স্কুল ছাত্রী মুক্তি চড়িয়াশিকা আকন্দপাড়ার মোজাম শেখের মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আজ সোমবার দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ী মহাসড়কের স্কুল ছাত্রী মুক্তি উল্লেখিত এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনাগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ এ ঘটনায় ট্রাক চালক রফিকুলসহ ট্রাকটি আটক করা হয়েছে। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত