শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সোমবার দুপুরে অজ্ঞাত (২০) অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধরখার ইউনিয়নের নোয়াপাড়া এলাকার ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। তাক্ষৎণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিলের ধানের জমিতে কাজ করতে যায় কৃষকরা। কাজ শেষে বাড়ি ফেরার সময় জমিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরের অধিকাংশ জায়গায় পচন ধরেছে।

আখাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত