![ইবিতে মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127712.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘আজ আমরা শোকে বিহ্বল নই’ এই স্লোগানকে সামনে রেখে একুশের কবিতা পাঠ করে মুগ্ধতা ছড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র সদস্যরা। আজ সোমবার সকাল ১১টায় টিএসসিসির করিডোরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০১৮’ উপলক্ষে আয়োজিত এক আবৃত্তি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে তারা।
২ঘন্টা ব্যাপি ‘আবৃত্তি অনুষ্ঠান’ এ ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ২১টি কবিতা আবৃত্তি করে ‘আবৃত্তি আবৃত্তি’র সদস্যরা। এসময় একক ও কোরাস আবৃত্তিতে কন্ঠ দেন নাইম, টুম্পা, সৌমিত্র, মুক্তা, আইনুন, মেমি, সাবরুনা, রিফা, মৌ, রোজা, অভ্র, জামসেদ ও রাসেলসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি টুম্পা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা প্রফেসর ড. মিয়া রাশিদুজ্জামান, টিএসসিসির পরিচালক ড. বাকী বিল্লাহ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ জাহিদ।
এছাড়াও ‘আবৃত্তি আবৃত্তি’র সাবেক সভাপতি নাইমুল ইসলাম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আছিফ খান, ইবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও কুষ্টিয়ার তরুণ সংগঠক রুহুল আমিন রাহুল প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. সেলিম তোহা তার বক্তব্যে বলেন, ‘নিজের অন্তরকে আলোকিত করতে ও সুন্দর করে কথা বলতে আবৃত্তি একটা সাহসী ভূমিকা রাখে। কবিতা মানুষের মধ্যে জীবন বোধের সৃষ্টি করে। যার মধ্যে জীবনবোধ নেই সে মানুষ কিনা আমার সন্দেহ আছে।’
তিনি আরও বলেন, ‘আমি দেখতে চাই এই বিশ্ববিদ্যালয়ে এক জায়গায় আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে আরেক জায়গায় নাটকের রিহার্সেল হচ্ছে। একই সময়ে একদিকে মাঠে ক্রিকেট বা ফুটবল খেলা চলছে এবং অন্যদিকে কোন সংগঠন তাদের দাবি নিয়ে র্যালি বা মানববন্ধন করছে আবার একাডেমিক ভবনগুলোতে নিয়মিত ক্লাস-পরীক্ষাও চলছে।’
এসময় সভাপতির বক্তব্যে টুম্পা খাতুন বলেন, ‘ক্যাম্পাসে ‘আবৃত্তি আবৃত্তি’র মতো আরও অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আছে যারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে চলেছে। ক্যাম্পাসে এসব সংগঠনের কর্মকান্ডে আরো উৎসাহ দিতে প্রতিটি সংগঠনের জন্য আলাদা আলাদা স্থায়ী কক্ষ বরাদ্দের জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা