![দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127713.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, অফিসাস ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা দুদক সভাপতি আলী আকবর মিয়া, প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ।
বক্তরা দুর্গাপুর উপজেলাকে আরো সুন্দরভাবে সাজাতে সকল প্রকার অন্যায় অপরাধ রোধ কল্পে পুলিশ ও সীমান্তে বিজিবি বাহিনীকে আরো সোচ্চার হয়ে কাজ করা আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা