![কোটা সংস্কারের দাবিতে কুবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127718.jpg)
কুবি (কুমিল্লা), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, কোটা ব্যবস্থার সংস্কার চাই, মেধার মূল্যায়ন চাই, ১০ শতাংশের বেশি কোটা নয়,আমি মুক্তিযোদ্ধার সন্তান কোটা সংস্কারের দাবি জানাচ্ছি’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার ও পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দু’ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধনের মাধ্যমে কোটা সংস্কারের জোড়ালো দাবি জানান তারা। মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের দ্বারপ্রান্তে গিয়ে শেষ হয়। এতে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরাও উপস্থিত থেকে একাত্মতা পোষণ করেন। মুক্তিযোদ্ধা সন্তান ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শেখ মো: সাদ্দাম হোসেন বলেন, ‘সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা একটি অদ্ভুত বিষয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি কোনও ধরনের উপরি সুযোগ-সুবিধা নিতে মুক্তিযুদ্ধ করেননি। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাবার মুক্তিযোদ্ধা সনদ পেশ করিনি। তাই আমি চাই মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা পদ্ধতি শিথিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হোক।’
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা তাদের মূল ৫টি দাবি পেশ করেন। সেগুলো হলো- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে; কোটাধারী প্রার্থীদের নিয়ে কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না; সরকারী চাকুরীর ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করতে হবে এবং নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবেনা।
মানববন্ধন শেষে এসব দাবিসম্বলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন শিক্ষার্থীরা । এছাড়াও মানববন্ধন থেকে বলা হয়, আগামী ৩ মার্চের মধ্যে কোটা পদ্ধতি সংস্কার না করা হলে পরদিন ৪ মার্চ কালো ব্যাজ ধারণ ও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন সাধারণ শিক্ষার্থীরা।
এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা