বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মৌসুমের প্রথম বৃষ্টিপাত শ্রীমঙ্গলে, বাম্পার চা উৎপাদনের সম্ভাবনা

মৌসুমের প্রথম বৃষ্টিপাত শ্রীমঙ্গলে, বাম্পার চা উৎপাদনের সম্ভাবনা

শ্রীমঙ্গল, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হওয়ায় চা উৎপাদক মহলে স্বস্হি দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে আগাম এ বৃষ্টিপাত চায়ের জন্য আশির্বাদ হয়ে উঠেছে। এ বছর চায়ের বাম্পার ফলনেরও আশা করছেন চা-সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, জানুয়ারিতে শুরু হওয়া মৌসুমের প্রথম বৃস্টিপাতের ফলে প্রনিং করা চা গাছগুলো প্রান ফিরে পেয়েছে। বিশেষ করে ইয়াং টি গুলোর জন্য ভাল ফল বয়ে আনবে। এ বৃস্টির ফলে খুব তাড়াতাড়ি চা গাছগুলোতে নতুন কুঁড়ি চলে আসবে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, আজ সোমবার ভোররাত ৪.১০ মিনিট থেকে সকাল ৯.১০ মিনিট পর্যন্ত ১৯.২ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাতের ফলে চা উৎপাদক মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। এবার শুরুটা ভাল হওয়ায় চায়ের বাম্পার ফলনেরও আশা করছেন কেউ কেউ। লক্ষন ভাল হওয়ায় ২০১৬ সালের দেশের চা শিল্পের ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন ৮৫ মিলিয়নকেও ছাড়িয়ে যেতে পারে এবারের উৎপাদন। এমনটিই ধারনা চা বিজ্ঞানীসহ চা উৎপাদক মহলের।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত