![ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা দরকার: আরাস্তু খান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_127729.jpg)
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত "কর্পোরেট গর্ভন্যান্স, রেগুলেশন ও সুপারভিশন অব ইসলামিক ব্যাংকস″ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা গতকাল বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আইবিসিএফ এবং সিডিবিএল এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিঃ এবং ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর -চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষার্নাথীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত মন্তব্য করেন।
প্রধান অতিথি বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে নৈরাজ্য চলছে। একের পর এক আর্থিক অনিয়ম ঘটছে। এক্ষেত্রে নৈতিক ব্যাংকিং রক্ষাকবজ হতে পারে। তিনি আরো উল্লেখ করেন শারীয়াহ্ হচ্ছে ইসলামী ব্যাংকিং এর মুলশক্তি।
উক্ত কর্মশালায় সেশন পরিচালনা করেন আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর পরিচালক, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এবং এক্রিম ব্যাংক লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ডঃ মোহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এর সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে এর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এর অফিসার লোপা রহমান। কর্মশালায় ৯টি ব্যাংকের ২২ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহন করেন।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা